দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রিকেটার সাকিব আল হাসানকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে কত নায়ক-নায়িকা এমপি। তারা তো সরাসরি দল করে না। ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশেও আছে। আর সাকিব আল হাসান রাজনীতি করবে, জনগণের সেবা করবে। বাংলাদেশের যেকোনও জায়গায় সে দাঁড়াতে পারে।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন।

এখন পর্যন্ত ছয় বিভাগে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কৌশলগত কারণে কোন কোন বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে তা আর প্রকাশ করা হচ্ছে না। একসঙ্গে তিনশআসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। দুটো দিন অপেক্ষা করুন।

তিনি আরও বলেন, আমরা মনোনয়নের ব্যাপারটা সুনির্দিষ্ট করে এখন বলছি না। কারণ, এর মধ্যে আমরা যেসব প্রার্থী দিয়েছি, সেসব মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে। সেটাও সংশোধনের একটা সুযোগ রেখেছি। কারণে আমরা ঠিক করেছিভিন্নভাবে, জেলাভিত্তিক বা বিভাগভিত্তিক প্রার্থিতা ঘোষণা করবো না। একসঙ্গে ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করতে চাই।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০, মাগুরা- মাগুরা- আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন। প্রায় একঘণ্টা তিনি ওই কার্যালয়ে ছিলেন। এর মধ্যে প্রায় আধাঘণ্টা দরজা বন্ধ করে বৈঠক করেন সাকিব আল হাসান ওবায়দুল কাদের। তবে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কিছুই জানানো হয়নি সাংবাদিকদের।

 

Comments

Popular Posts